• বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
logoLeft জেলা পরিষদ, যশোর
logoLeft

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর
খবর:

কার্যাবলী

ঐচ্ছিক কার্যাবলী

  • শিক্ষা সংস্কৃতি

(ক)        বিদ্যালয় স্থাপন, ভবন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ।

(খ)         গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা     বৃত্তি, শিক্ষা          উপকরণ, প্রশিক্ষণ ও  অনুদান প্রদান।

(গ)         ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে পৃষ্ঠপোষকতা, সংগীত     একাডেমী পরিচালনা।

(ঘ)         ঐতিহাসিক ও আদি বৈশিষ্ঠসমূহ সংরক্ষণ।

(ঙ)        পাবলিক হল ও কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা ও     জনসভার স্থানের ব্যাবস্থা করা।

—————————————————-x—————————————–

 জনস্বাস্থ্য

(ক)        দরিদ্র জনগণের মাঝে নলকূপ, রিং পাইপ, রিং   স্লাব বিতরণ।

(খ)         পুকুর/ খাল খনন ও পানীয় জলের ব্যবস্থাকরণ।

(গ)         পানি সরবরাহ, নিষ্কাষন ও সেচ কার্যক্রমে সহায়তা  এবং  ভূ-উপরিস্থ  সুপেয় পানির জলাশয়

সংরক্ষণ।

(ঘ)         স্বাস্থ্য কেন্দ্র, শিশু মঙ্গল, মার্ত সদন, ডেসপেন্সারী  প্রতিষ্ঠা ও  রক্ষণাবেক্ষণ।

 

————————————————-x—————————————————-

সমাজকল্যাণ অর্থনৈতিক

(ক) দুঃস্থ ব্যাক্তিদের জন্য এতিমখানা, আশ্রয় সদন,       বিধবা সদন, কল্যাণ সদন স্থাপন।

(খ)         মৃত নিঃস্ব ব্যাক্তিদের দাফন        অন্তেষ্টিক্রিয়ার ব্যবস্থাকরণ।

(গ)         ভিক্ষাবৃত্তি, মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ                প্রতিরোধে কার্যক্রম গ্রহণ।

(ঘ)         নারী ও পশ্চাৎপদ শ্রেণীর মানুষের কল্যাণে         কার্যক্রম গ্রহণ।

—————————————————x—————————————————

কৃষি স্বাস্থ্য

(ক)        গণদাতব্য চিকিৎসালয়/ হাসপাতাল প্রতিষ্ঠা ও    ব্যবস্থাপনা।

(খ)         কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্য ব্যবস্থার        উন্নয়ন।

(গ)         কৃষি উন্নয়নে বাধ নির্মাণ, উপকরণ          সরবরাহ,             বনভূমি সংরক্ষণ।

 

 

 

 

————————————————————–x—————————————

প্রশিক্ষণ অন্যান্য

  • প্রশিক্ষণ

(ক) ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং

(খ) সেলাই (গ) ড্রাইভিং

(ঘ) ব্লক ও বাটিক,

(ঙ) বিউটিফিকেশন প্রশিক্ষণ।

  • অন্যান্য

(ক) পুকুর, জমি ও দোকান লীজ/ ভাড়া প্রদান।

(খ) বন্যাসহ বিভিন্ন দুর্যোগে ত্রাণ কার্যক্রম।

(গ) অস্বছল মুক্তিযোদ্ধা ও দুঃস্থ অসহায় মানুষকে আর্থিক

সহায়তা প্রদান।

 

প্রশাসক
Chairman জনাব মোঃ আজাহারুল ইসলাম
বিস্তারিত
প্রধান নির্বাহী র্কমর্কতা
CEO জনাব মোঃ আছাদুজ্জামান
বিস্তারিত

Govt. Forms

কেন্দ্রীয় ই-সেবা

গুরুত্বপূর্ণ লিংক

সাইটটি শেষ হাল-নাগাদ করা হয়েছে:   20-11-2024 12:56:13

    • সামাজিক যোগাযোগ
    •  
    •  
    •  
  • ডিজাইন & ডেভেলপড বাইঃ এফএলআইটি ০১৯৪৮২৬৩৩৫৮ / ০১৭২৯৭২৪২৩২